ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গৌহাটি অভিমুখী ইন্ডিগো এয়ারের একটি প্লেন কলকাতা নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক মিনিটের মধ্যেই পাইলট কার্গো অংশের ভেতর থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্লেনটি উড্ডয়নের পর এর পাইলট যান্ত্রীক ত্রুটির কথা জানান। মাত্র ১৫ মিনিটের মধ্যে প্লেনটি ফের বিমানবন্দরে ফেরত আসে।
ককপিটে অ্যালার্ম বেজে উঠলে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানায়। তবে কি কারণে ওই ধোঁয়া উড়েছে সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জেডএস