ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারের বহরে ৭ম প্লেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
নভোএয়ারের বহরে ৭ম প্লেন

ঢাকা: দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারের বহরের যোগ হয়েছে এটিআর ৭২-৫০০ মডেলের নতুন একটি উড়োজাহাজ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে।

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্লেনটিতে ৬৮টি আসন রয়েছে।

এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ৭টিতে।  

এতে আরো বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি গ্রহণ করেন এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম। এসময় অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়।  

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোর ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালের জানুয়ারিতে দেশের আকাশে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।