ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

হরিরামপুর আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
হরিরামপুর আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী রাজিবুল হাসান রাজিবের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করেছেন ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবে চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিখিতভাবে এ অভিযোগ করেন।

অভিযোগকারীরা হলেন, আবদুল মান্নান, হামিদুর রহমান শিকদার লেবু, আক্কাস আলী ও মাহফুজ আহম্মেদ।
 
অভিযোগপত্র এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী বিধি অনুযায়ী নিষেধ থাকার পরও রাজিবুল হাসান তার পক্ষে আলোকসজ্জাসহ তোরণ নির্মাণ করেছেন। নির্বাচনী ক্যাম্প করেছেন ছয়টি।

ভোট ডাকাতি হওয়ার আশঙ্কায় প্রকাশ করে ছয়টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান অভিযোগকারীরা।

রিটার্নিং অফিসার মুক্তার হোসেন অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত হয়নি।

রাজিবুল হাসান রাজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জরিমানার কথা স্বীকার করেন। তবে অন্য প্রার্থীদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ