ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ভোলায় ১২ ইউনিয়নে আ’লীগ ১১, বিদ্রোহী ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ভোলায় ১২ ইউনিয়নে আ’লীগ ১১, বিদ্রোহী ১

ভোলা: ভোলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১১টিতে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১০টিতে এবং ১টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাচিয়া ইউনিয়নে জহিরুল ইসলাম নকিব নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫জনই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী  বিজয়ী হয়েছেন।

এরা হলেন, আব্দুল্লাপুর ইউনিয়নে আল এমরান প্রিন্স, আবু বরকপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম, ওসমানগঞ্জ ইউনিয়নে আশরাফুল ইসলাম, চর মানিকা ইউনিয়নে শফিউল্ল্যাহ হাওলাদার ও রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম পন্ডিত।

লালমোহন উপজেলার ২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ২জনই আওয়ামী লীগ প্রার্থী।

বিজয়ীরা হলেন, রমাগঞ্জ ইউনিয়নে মো. মোস্তফা মাস্টার ও বদরপুর ইউনিয়নে ফরিদ তালুকদার।

মনপুরা উপজেলায় ২টি ইউনিয়নের মধ্যে ২টিতেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নে মো. জাকির হোসেন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে মো. অলি উল্ল্যাহ কাজল।

ভোলার সদর উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পূর্ব ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. হাছনাইন আহম্মেদ বিজয়ী হয়েছেন। তবে রাজাপুর ইউনিয়নের ফলাফল এখনও পাওয়া যায়নি।

এছাড়া কাচিয়া ইউনিয়নে জহিরুল ইসলাম নকিব আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অপরদিকে, রাজাপুর ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী রেজাউল হক ‍মিঠু বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬/আপডেট:২১১০/আপডেট:২২১০   
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ