ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এদিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
অন্যদিকে মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে।
সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দিবসটি উপলক্ষে আগামী ১৮ এপ্রিল আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে জনসভার আয়োজন করেছে। কৃষিবিদ ইনস্টিটিউশান মিলনায়তনে (খামারবাড়ি, ফার্মগেট) এ জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসকে/এটি