ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আলমডাঙ্গায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর ৯২ নেতাকর্মীকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
আলমডাঙ্গায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর ৯২ নেতাকর্মীকে বহিষ্কার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১২টি ইউনিয়নের মোট ৯২ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ (ঠ) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, কেউ যদি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয় এবং যারা দলীয় প্রার্থীর বিরোধীতা করবে তারাও মূল দল বা সহযোগী সংগঠন থেকে বহিষ্কৃত হবেন। গঠনতন্ত্রের এই মৌলিক ধারার প্রতি অনুগত্য ও শ্রদ্ধা রেখে উপজেলা আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময় : ০৪০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬।
এমজেডআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ