ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জনগণ নির্বাচন নিয়ে ভাবছে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
জনগণ নির্বাচন নিয়ে ভাবছে না

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে জনগণ ভাবছে না। নির্বাচনের সময় যখন আসবে তখন আলোচনা হবে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, সংসদ নির্বাচন নিয়ে আরো দুই-তিন বছরের আগে আলোচনার কোনো সুযোগ নেই। বিএনপি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর ভর করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যখন আইন-শৃঙ্খলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা এসব অভিযোগ করছে।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ