ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘ইতিহাস-ঐতিহ্য, গৌরব নিয়ে এগোচ্ছে বাংলাদেশ’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
‘ইতিহাস-ঐতিহ্য, গৌরব নিয়ে এগোচ্ছে বাংলাদেশ’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেসের মেম্বার অব পার্লামেন্ট ও দেশটির লেবার পার্টির নেতা হিউ ম্যাক ডরমট বলেছেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস রয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বিজয়ের গৌরবগাথা রয়েছে। সেই ইতিহাস-ঐতিহ্য, গৌরবকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে এই সুন্দর দেশটি।

তিনি বলেন, এদেশের উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সরকার। পরিশ্রমী এই জাতির মানুষও এ কাজের অংশীদার।

শনিবার (২২ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে হিউ ম্যাক ডরমট বলেন, আমাদের দেশের উন্নয়নেও তাদের অবদান অনেক। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া পরস্পরের সহায়তায় এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

**‘বাংলাদেশ এখন বিশ্বজুড়ে রোল মডেল’

**তিন চাকার নৌকার ভ্যানে সুদূর নেত্রকোনা থেকে 

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬

এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ