ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

হাতের ক্যানভাসে 'জয় বাংলা'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
হাতের ক্যানভাসে 'জয় বাংলা' ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে আগতদের হাতে হাতে আঁকা হচ্ছে জয় বাংলা। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সম্মেলনের আশেপাশে দলবেঁধে ঘুরে ঘুরে আওয়াজ তুলছেন 'জয় বাংলা' স্লোগান।

সম্মেলনস্থলের বাইরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রং, তুলি নিয়ে এঁকে যাচ্ছেন এসব 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান। অনুমতি নিয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা-কর্মীদের হাতে এমন স্লোগান লিখে যাচ্ছেন তারা।

সকাল থেকেই দলবেঁধে শাহবাগ এলাকায় এসেছেন হাতের ক্যানভাসের শিল্পীরা।

টঙ্গী কলেজের ছাত্র শরিফুল ইসলাম জানান, তারা ছয় বন্ধু রং তুলি নিয়ে সম্মেলনে এসেছেন। আওয়ামী লীগের সম্মেলনকে উৎসব মুখর করতে আগতদের হাতে হাতে 'জয় বাংলা' স্লোগান আঁকছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ