ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে আ’লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে আ’লীগ আওয়ামী লীগ

আগামী ৫ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ করা...

ঢাকা: আগামী ৫ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ করা হবে।

এছাড়া ঢাকায় উত্তর-দক্ষিণ দুই অঞ্চলে হবে সমাবেশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথসভা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, ঢাকায় উত্তরে রাসেল স্কয়ারে হবে সমাবেশ এবং দক্ষিণে হবে বঙ্গবন্ধু অ্যাভিউনিউয়ে।

এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এর প্রস্তুতি হিসেবেই যৌথসভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ