শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ছাত্রসমাবেশে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফুল বলেন, ছাত্রলীগ জাতির সম্পদ।
ছাত্রলীগের নেতাকর্মীরাই আগামী দিনের মন্ত্রী, এমপি, সিটি মেয়র ও জাতীয় রাজনীতিতে ওঠে আসবেন উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ছাত্রলীগ এমন একটি প্রতিষ্ঠান যেটি জাতীয় নেতৃত্ব সৃষ্টি করেছে। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র ও রাষ্ট্র বিনির্মাণে ছাত্রলীগ অগ্রদূত হিসেবে কাজ করেছে।
ছাত্রসমাবেশকে মিলন মেলা উল্লেখ করে সৈয়দ আশরাফুল বলেন, বক্তৃতা এ ধরনের অনুষ্ঠানে দেওয়ার সুযোগ নেই। এটি একটি মিলন মেলা।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীর পরিচালনায় সমাবেশের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
এতে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, শরীফ আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা ইকরামুল হক টিটু।
এ সমাবেশকে ঘিরে ময়মনসিংহের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে সমাবেশে যোগ দেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমএএএম/জিপি/এইচএ