ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইসি গঠন

‘ওবায়দুল কাদের না জেনে কথা বলেননি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
‘ওবায়দুল কাদের না জেনে কথা বলেননি’ সচিবালয়ের নিজ কার্যালয়ের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: নির্বাচন কমিশন (‌ইসি) গঠনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের না জেনে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিএনপি বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছে, কি করেনি সে বিষয়ে কিছুই জানেন না বলেও জানান তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি একজন সাবেক প্রধান বিচারপতির অধীনে সার্চ কমিটি গঠনের কথা বলেছে। তবে ওবায়দুল কাদের একজন দক্ষ রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি না জেনে এ কথা বলেননি। রাষ্ট্রপতির কাছ থেকেই এই তথ্য পেতে হবে বিষয়টি এমন না। বিএনপিতেই এমন অনেক লোক আছে জানানোর। তাদের প্রস্তাবনা সম্পর্কে দলটিতেও নিশ্চই আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সরাসরি ওবায়দুল কাদেরের দাবিকে অস্বীকার করেননি। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওবায়দুল কাদের এ বিষয়টি জানলেন কিভাবে? তিনি তো বলেনি কে এম হাসানের নাম তারা দেননি। প্রত্যাখ্যানের একটি ভাষা আছে। তাদের প্রত্যাখ্যানের ভাষা প্রমাণ করে না ওবায়দুল কাদেরের দাবি মিথ্যা।

তোফায়েল আহমেদ বলেন, ‌ইসি গঠন নিয়ে সার্চ কমিটি গঠন করবে রাষ্ট্রপতি। এটা তার একমাত্র এখতিয়ার। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করিনি। আমরা আইনের কথা বলেছি। বিএনপি তাও প্রত্যাখ্যান করেছে। বিএনপি’র নেত্রী খালেদা জিয়া বলেছেন সার্চ কমিটি ও ইসি নিরপেক্ষ না হলে তিনি তা মানবেন না। খালেদা জিয়া এটা জানলেন কিভাবে রাষ্ট্রপতি কি করবেন?

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ