মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হলছাড়া দুই নেতা হলেন- গত কমিটির গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক ও শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মেহেদী হাসান নিশাত এবং বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক ও মাস্টার্সের শিক্ষার্থী টমাস হোসেন।
হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তাদের বের করে দেন বলে জানান নিশাত ও টমাস। তাদের দাবি, গ্রুপিংয়ের জের ধরে মারধর করা হয়েছে দু’জনকে।
এ বিষয়ে টমাস বাংলানিউজকে বলেন, কোনো ধরনের অভিযোগ ছাড়াই হল সভাপতি জহিরুল ইসলাম আমাদের হল থেকে বের হয়ে যেতে বলেন। পরে যখন আমি রুমে চলে আসি তখন পাশের রুমে নিশাতকে এসে মারধর করেন সভাপতি গ্রুপের কর্মীরা। কেবল গ্রুপিংয়ের কারণে মারধর করা হয়েছে।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়া বাংলানিউজকে বলেন, ঘটনার বিষয়ে আমি অবহিত। মারধরের পেছনে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল বা অন্য কিছু থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসকেবি/এইচএ/