এর আগে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই দিন ভোট গণনায় লোকমান আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী মোজাম্মেল হক ২৫৪টি করে ভোট পেয়েছিলেন।
সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের মধ্যে টাই হয়ে যায়। তাই এ পদের ভোট পুনঃগণনার জন্য রোববার (১৯ মার্চ) দিন ধার্য করেন নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান।
পরে ভোট পুনঃগণনা শেষে তিনি জানান, একটি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন লোকমান আলী। ফলে তিনিই বার সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ১৬ মার্চের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয় পেয়েছিল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। ভোট পুনঃগণনায় তারা সভাপতি পদেও জয় পেলেন। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন।
এবার মোট ২১ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ