ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গিবাদের হিংস্র থাবা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
জঙ্গিবাদের হিংস্র থাবা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমাদের দেশে জঙ্গিবাদের হিংস্র থাবা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের বিভ্রান্ত করা হচ্ছে। জঙ্গিরা আজ তাদের কর্মকাণ্ড দিয়ে মুসলমান সমাজকে অপমান করছে।

তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় ইস্পাহানি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি এসময় বলেন, একটি দল জঙ্গি দমন নিয়ে অপপ্রচার করছে। ওই দলটি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে, সমর্থন করছে এবং অর্থের যোগান দিচ্ছে। তাদের সঙ্গে জঙ্গি নির্মূলের আলোচনা করে কোনো লাভ হবে না। তাদের সঙ্গে কিসের ঐক্য। ওই দলটিকে বাদ দিয়ে আমরা জঙ্গি দমনে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করেছি। বাংলাদেশে জঙ্গি বিরোধী ঐক্য সৃষ্টি হয়েছে। সব মানুষ জঙ্গিদের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে। সাধারণ মানুষ আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জঙ্গি দমনে নানা তথ্য দিয়ে সহযোগিতা করছে।

ইস্পাহানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আযম খান বারকু, আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা পরিষদের মহিলা সদস্য শিলারা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ