তিস্তার ব্যাপারে যতেষ্ট অগ্রগতি হয়েছে, এখন চুক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র বলে জানান তিনি।
মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কুড়িলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি এখন না হয়ে পরেও হতে পারে। আর শেখ হাসিনা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি করবেন না। এ ব্যাপারে তিনি হিমালয়ের মতো অটল।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএ/জিপি/বিএস