রোববার (১৬ এপ্রিল) বেলা পৌনে ২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আশরাফের (নৌকা) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রয়োগ এবং কেন্দ্র দখলের অভিযোগ এনে তিনি এ নির্বাচন বর্জন করেন।
জিয়াকান্দির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার অভিযোগ করে বলেন, ‘অনুষ্ঠিত উপ-নির্বাচনটি প্রহসনের নির্বাচন।
পাশাপাশি নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী অংশ নেন। এ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯টি এবং মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৮২ ভোট।
২০১৬ সালে ৮ অক্টোবর চেয়ারম্যান মনির হোসেন সরকারকে হত্যা করার পর এ আসনটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
জিপি/বিএস