ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কাদের ভিশন গ্রহণ হবে সেটা জনগণই নির্ধারণ করবেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
কাদের ভিশন গ্রহণ হবে সেটা জনগণই নির্ধারণ করবেন

ঢাকা: কাদের বা কোন দলের ভিশন জনগণ গ্রহণ করবেন সেটা জনগণই নির্ধারণ করবেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (১৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক ‘নার্সেস দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে নার্সেস অ্যান্ড ওয়াইফারি অধিদফতর।

নাসিম বলেন, বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করছে। তারা নির্বাচনে আসবে ভালো কথা। আমরা স্বাগত জানাচ্ছি। একটি রাজনৈতিক দল নির্বাচন করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের মধ্য দিয়ে মাঠ যাচাই হয়, ওই দলের কতটুকু জনসমর্থন আছে সেটা বোঝা যায়। আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

আওয়ামী লীগের এ নেতা জানিয়ে দেন, সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে। এটা নিয়ে পানি ঘোলা করার কোনো চেষ্টা করবেন না। তাতে ফল ভাল হবে না। যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিশন, নাকি যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছেন তাদের ভিশন গ্রহণ হবে, সেটা জনগণই নির্ধারণ করবেন।

নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা সেবায় মায়ের মতো, বোনের মতো সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন।

নাসিম বলেন, আগে নার্সের চাকরি করতে কেউ আসতে চাইতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। এখন নার্সের পেশায় আসার জন্য প্রতিযোগিতা হয়। এখন নার্সের স্যংখ্যা বেড়েছে। এতে একটু সমস্যাও হয়েছে। অনেকে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কাজে ফাঁকি দেবেন না। ধরা পড়লে চাকরি থাকবে না। আপনারা কাজ দিয়ে, সেবা দিয়ে আপনাদের মর্যাদা ধরে রাখবেন, কাজের মান বাড়াবেন, নিজেদের মর্যদা বাড়াবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, নার্সেস অ্যান্ড ওয়াইফারি অধিদফতরের পরিচালক সুরাইয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসকে/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ