ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘যানজট বিএনপির প্রেস ব্রিফিংয়ে, মহাসড়কে নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
‘যানজট বিএনপির প্রেস ব্রিফিংয়ে, মহাসড়কে নয়’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ছবি: বাংলানিউজ

কুমিল্লা: এবার ঈদে ঘরমুখো মানুষের যতো দুর্ভোগ-যানজট সবই বিএনপির প্রেস ব্রিফিংয়ে আছে, মহাসড়কে নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৫ জুন) বিকেল পৌনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সড়ক পরিদর্শনে এসে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রা নিয়ে কোনো সংকটে ভুগিনি যাত্রীরা।

কিছু কিছু সড়কে গাড়ি ধীরগতিতে চললেও যানজট ছিলো না। ঈদের পরেও ফিরতি পথে কোনো সমস্যা হবে না। যানজট নিরসনে সকলেই মাঠে থাকবে। প্রয়োজনে আমিও রাস্তায় থাকবো।

বিএনপির ঈদের পরে আন্দোলনের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে বিএনপির কোনো আন্দোলনেই তাদের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেনি। এবার তাদের আন্দোলন যদি রাজনৈতিকভাবে হয়, তাহলে আমরা সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। আর যদি তারা আন্দোলনের নামে সহিংসতা করে, তাহলে প্রশাসনই বিষয়টি দেখবে।

মওদুদের বাড়ি ভাঙার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা আদালতের বিষয়। এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।

এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
জিপি/

** ‘ ৮ বছরে ৮ মিনিটের আন্দোলনও করতে পারেনি বিএনপি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ