ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে শিক্ষামন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে শিক্ষামন্ত্রী পরিদর্শনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে নিজ সংসদীয় আসনে বন্যাকবলিত মানুষের পাশে এসে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

রোববার (০২ জুলাই) দুপুর থেকে তিনি কুশিয়ারার তীরবর্তী গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের শিকপুর, ঘাঘুয়া, বুধবারি বাজারের কালিজুরি, বাগিরঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় নৌকাযোগে বিভিন্ন এলাকায় দুর্গতদের পাশে যান তিনি, তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।

 

পরে বিকেলে তিনি শিকপুর বাজারে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। যাতে সভাপতিত্ব করেন ৫নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাব আলী।

সেসময় শিক্ষামন্ত্রী বলেন, যদিও প্রাকৃতিক দুর্যোগ। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। আমি নিজে বন্যার খবর পেয়েই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক কাজ রেখে ছুটে এসেছি।  

শিক্ষামন্ত্রী বলেন, বন্যার্ত মানুষ যাতে কষ্ট না করে সেজন্য প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

যাদের ক্ষেত, খামার, বাড়িঘর বিনষ্ট হয়েছে তাদের বিশেষ বরাদ্দ দেওয়ার বিষয়ে তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ-বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ