ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

চার লেন হবে ফরিদপুর-কুয়াকাটা সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
চার লেন হবে ফরিদপুর-কুয়াকাটা সড়ক আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান

বরিশাল: ফরিদপুর থেকে কুয়াকাটা সড়ক চার লেনে উন্নীত হবে। পাশাপাশি ভাঙা থেকে লেবুখালি পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল নগর ভবনের সামনে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফরিদপুর থেকে কুয়াকাট পর্যন্ত সড়ক ফোর লেনের দুই পাশেই আরও দুটি ছোট ছোট সার্ভিস লেন তৈরি করার চিন্তাভাবনা রয়েছে।

যাতে তিন চাকার গাড়িগুলো সেখান দিয়ে চলতে পারে। এর ফলে এ সড়ক চারলেনের পর ৬ লেনে উন্নীত হবে।

সদস্য সংগ্রহের ব্যাপারে মন্ত্রী বলেন, আওয়ামী লীগে নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্য হচ্ছে ফার্স্ট টাইম ভোটার ও নারী ভোটার। এ দুটোই আমাদের টার্গেট। আর এ দুটো বিষয়ই আমাদের প্রধান বিবেচ্য বিষয়, আর প‍ুরাতনরা তো রয়েছেনই।

ওবায়দুল কাদের বলেন, ভালো লোকদের টেনে আনুন। উন্নয়ন করবে আমাদের নেত্রী। আপনাদের কাজ ভালো আচরণ করা। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ গোলাম আব্বাস চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ