ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সুজানগরে হামলায় আ’লীগের নেতাসহ আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
সুজানগরে হামলায় আ’লীগের নেতাসহ আহত ৮

পাবনা: পাবনার সুজানগরে একটি বৈঠকচলাকালে দুর্বৃত্তদের হামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, আবদুস সালাম ও আবদুল আলীম।

বাকি আহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক  এ হামলার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন। তিনি বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুজানগর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। মামলার পর আমরা এ বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, বাজারে বৈঠক কর‍ার সময় অতর্কিতভাবে আমাদের ওপর আবুল হাশেমেরে নেতৃত্বে মিলন, লিটন, নাসিম, সেলিম ও বাবু শফিকসহ একদল দুর্বৃত্ত হামলা চালায়। তার দাবি, হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওয়াহাবের কর্মী সমর্থক।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওয়াহাব বলেন, হামলার বিষয়টি আমি জানি না, আর ওরা আমার লোক নয় বলে- বিষয়টি এড়িয়ে যান।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ