ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নিজেদের মাইনোরিটি ভাববেন না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
নিজেদের মাইনোরিটি ভাববেন না ওবায়দুল কাদের

ঢাকা: বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের মাইনোরিটি ভাববেন না; মাইনোরিটি ভাবলে মনের মধ্যে ফেইলরিটি বাসা বাঁধবে।

বুধবার (০৪ অক্টোবর) সকালে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ‘বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ’র নেতারা দেখা করতে এলে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন এ দেশ সবার।

সব চেয়ে বড় কথা আপনাদের মাথার ওপর একজন অভিভাবক (প্রধানমন্ত্রী শেখ হাসিনা )  আছেন। তিনি আপনাদের সব চেয়ে বড় আপন। তার চেয়ে আপন কেউ নেই। সুদূর আমেরিকা থেকে ফোন করে তিনি আপনাদের প্রবারণা উৎসবের প্রস্তুতি সম্পর্কে খবর নিয়েছেন। নির্দেশ দিয়েছেন সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য।

বৌদ্ধদের নিরাপত্তা বিধানে সরকার ও আওয়ামী লীগ সজাগ আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে মুসলমানদের ওপর কোনো ঘটনা ঘটলে আমরা যতটা চিন্তায় থাকি, তার চেয়ে অনেক গুণ বেশি চিন্তা হয় আপনাদের নিয়ে।

রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না। সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন; আমাদের জানাবেন।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী,  বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ