মন্ত্রী বলেন, কক্সবাজারে সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইচ্ছামতো যে কোনো সার্কিট হাউজে থাকতে পারবেন। তার যাতে থাকা বা বিশ্রামে কোনো সমস্যা না হয় সে জন্য সরকারের নির্দেশনা রয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দু’দিন আগে ফেনী, কক্সবাজার, চট্টগ্রামের ডিসি-এসপি সাহেবরা আমার কাছে জানতে চেয়েছে সার্কিট হাউজে থাকতে চেয়েছেন, এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী?
‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, প্রধানমন্ত্রী আমাকে পরিস্কারভাবে বলে দিয়েছেন, যেই সার্কিট হাউজই তারা চায় কোনো অসুবিধা নাই, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে স্ট্যাটাস না থাকলেও সাবেক প্রধান প্রধানমন্ত্রী হিসেবে তাকে ডিজঅনার করা উচিত নয়। ’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমি সব ডিসিদের বলে দিয়েছি, ফেনীতে থাকতে চান, যাত্রা বিরতি করবেন, নো প্রবলেম। চট্টগ্রামে থাকতে চান কোনো সমস্যা নাই। কক্সবাজারের ডিসিও জানতে চেয়েছেন সার্কিট হাউজের হিলটপে যদি থাকতে চান থাকবেন, যদি তার বহরের জায়গা সমস্যা হয় আমাদের সড়কের যে সুন্দর একটা ভবন আছে, সেখানে থাকতে পারেন। আজকেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, দুপুর বেলা বেগম জিয়া চকরিয়া রেস্ট হাউজে নামাজ পড়বেন, আমি বলেছি অবশ্যই। বাধা দেওয়ার কোনো বিষয় নাই। বিশ্রাম নিতে চান, লম্বা পথ, কোনো অসুবিধা নাই।
অথচ বিরোধী দলে থাকার সময় বঞ্চনার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন: ছাত্রদল-যুবদলই খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে
সে স্মৃতি তুলে ধরে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমি আজকে বলতে চাই, এই চট্টগ্রাম সার্কিট হাউজে শেখ হাসিনাকে ভিআইপি রুম দেওয়া হয়নি। ঘণ্টার পর ঘণ্টা সার্কিট হাউজের আঙ্গিনায় শেখ হাসিনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের সভাপতিকে নিয়ে। এই স্মৃতি আমাদের মনে আছে। শুধু ওখানে নয়, এ দৃশ্যটপ ছিল বরিশালে। তারপরও আমরা মনে করেছি, তারা যদি অধম হয়, আমরা কেন উত্তম হবো না।
কক্সবাজার যাওয়ার পথে ফেনী সার্কিট হাউজে রাতযাপন করেছেন খালেদা জিয়া।
ওবায়দুল কাদের বলেন, তিনি ফেনীতেও সুন্দরভাবে সার্কিট হাউজ ব্যবহার করেছেন, চট্টগ্রামেও ব্যবহার করেছেন। কক্সবাজারেও তিনি থাকবেন, আমাদের কোনো অসুবিধা না। আমরা কেন তাকে বাধা দেব। কেন বাধা দিয়ে একটা খারাপ খবরের শিরোনাম হবো?
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমআইএইচ/এসএইচ