ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বস্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বস্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বস্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল

খাগড়াছড়ি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা (ইউনেস্কো) বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খাগড়াছড়িতে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার (১ নভেম্বর) খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ আনন্দ মিছিলের আয়োজন করে। সকালে শহরের কদমতলী দলটির অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করা হয়।

 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ