রোববার সকাল ১০টায় কক্সবাজারের হোটেল কক্সটুডেতে রোহিঙ্গাদের জন্য সোলার প্যানেল গ্রহণকালে তিনি একথা বলেন।
এ সময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার ও কক্সবাজারের সাতকানিয়া সমিতি ৫০টি সোলার প্যানেল ওবায়দুল কাদেরের হাতে তুলে দেয়।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটন ক্ষতির মুখে। রোহিঙ্গারা আমাদের বোঝা। বিশ্ব সম্প্রদায়ের চাপে অচিরেই রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, যেখানে সারা বিশ্ব বাংলাদেশ সরকারের প্রশংসা করছে, সেখানে খালেদা জিয়া ধন্যবাদটা দেননি। তার ধন্যবাদে রাজনীতির অনেক জটিল সমীকরণ সহজ হয়ে যেতো।
এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য আবু রেজা নদভী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
এসএ/জেডএম