ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

২০১৮ সালের মধ্যে ফুলবাড়িয়ায় শতভাগ বিদ্যুৎ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
২০১৮ সালের মধ্যে ফুলবাড়িয়ায় শতভাগ বিদ্যুৎ  নাওগাঁ ইউনিয়ন উত্তর সন্তোষপুর হবির বাজার এলাকায় বিদ্যুতায়ন অনুষ্ঠান

ময়মনসিংহ: ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে স্থানীয় ১ নম্বর নাওগাঁ ইউনিয়ন উত্তর সন্তোষপুর হবির বাজার এলাকায় বিদ্যুতায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

ইমদাদুল হক সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এটি এখন শ্লোগান নয় বাস্তবতা।

আমরা সেই বাস্তবতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। সরকারের উন্নয়নের এ ধারবাহিকতা রক্ষা করতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান খান প্রমুখ।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম আবুল কালাম আজাদ জানান, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুৎ লাইনের জন্য ব্যয় হয়েছে ১৫ লাখ ৮৬ হাজার টাকা। এতে মোট ৫৫ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ