ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করলেন ওবায়দুল কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করলেন ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সৈয়দ আশরাফের স্ত্রী শীলার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

ওবায়দুল কাদের শনিবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আশরাফের বেইলি রোডের সরকারি বাসভবনে যান। প্রায় ৪০ মিনিট সময় কাটান।

ব্যক্তিগতভাবে সমবেদনা জানান এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দুই নেতার মধ্যে।

সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম লন্ডনে মারা যান। দাফন শেষে লন্ডন থেকে গত ৪ নভেম্বর সৈয়দ আশরাফ দেশে ফেরেন।  

শনিবার (১১ নভেম্বর) বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত হবে। বিকেলে গাজীপুরে দলের একটি কর্মসূচিতে যোগ দেবেন ওবায়দুল কাদের। তাই কুলখানিতে থাকতে পারবেন না। এ কারণে ওবায়দুল কাদের সকালে সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করতে যান।  

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল সেখানে উপস্থিত ছিলেন।  

সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বাংলানিউজকে বলেন, দলীয় কর্মসূচির কারণে কুলখানিতে থাকতে পারবেন বলে সকালে দেখা করে এসেছেন।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭ 
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ