তারা হলেন- বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাতেন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওলিন পারভেজ (শুভ), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আশিক রানা, রাকিবুল হাসান।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে দুপুরে খুলনা মহানগর ছাত্রলীগের এক জরুরি বার্তায় জানানো হয়, উল্লেখিত ব্যক্তিদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সব কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যহতি দেওয়া হয়েছে।
তাদের ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে কেনো বহিষ্কার করা হবে না, তার পক্ষে আগামী সাতদিনের মধ্য খুলনা মহানগর ছাত্রলীগের দফতর সেলে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয় বলেও বার্তায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমআর/জিপি