তিনি বলেন, সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এছাড়া বর্তমান সরকারের অধীনেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে, তা তাকে আদালতের মাধ্যমেই নির্দোষ প্রমাণ করতে হবে। আর যদি দোষী প্রমাণিত হন, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। নিজের অপরাধ ঢাকতে বিচার বিভাগের বিচার মানবো না- এই ধরনের মানসিকতা জনগণ বরদাস্ত করবে না, যোগ করেন হানিফ।
সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধান গবেষণা ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই সব কথা বলেন তিনি।
এসময় হানিফ আরো বলেন, আওয়ামী লীগের মহাজোট আছে, থাকবে, এখানে ভাঙ্গনের কোনো সুযোগ নেই।
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক শাহজাহান কবীর, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসআই