ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘স্বাধীনতা বিরোধীরা আমাকেও হত্যার চেষ্টা করেছিল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
‘স্বাধীনতা বিরোধীরা আমাকেও হত্যার চেষ্টা করেছিল’ ‘স্বাধীনতা বিরোধীরা আমাকেও হত্যার চেষ্টা করেছিল’

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘একাত্তর সালে পাকসেনা ও তাদের দোষরা যেভাবে মানুষ হত্যা করেছিল, ঠিক একই কায়দায় কাদের দোষরা নীলফামারীর রামগঞ্জে চার আওয়ামী লীগ নেতাসহ এক পথচারীকে হত্যা করেছিল। সেদিন সেই স্বাধীনতা বিরোধী দোষরা আমাকেও হত্যার চেষ্টা করেছিল।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ট্রাজেডির চার বছর উপলক্ষে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীর প্রেতাত্মা আজও বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে।

যা কোনো দিনও হতে দেয়া যাবে না। এজন্য আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা মহিলা যুবলীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ