ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী মুজিবুল হক

কুমিল্লা: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, পুল-কালভার্টসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন করে। বিএনপি-জামায়াত জোট দেশের কোনো উন্নয়ন হক তা চায় না। তারা শুধু সহিংসতা ও লুটতরাজ করে।

‘জাতীয় পার্টির কাজী জাফর, জামায়াতের ডা. তাহের, বিএনপির কাজী জহিরের আমলে চৌদ্দগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো উন্নয়ন হয়নি। ’

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, সাবেক চেয়ারম্যান এস এম শোয়েব, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক আবুল খায়ের, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভ.ম আফতাবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুবুর হোসেন মজুমদার, কাজী জাফর, একরামুল হক, পৌরসভার প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, নুরুল আলম, সোহাগ মাহমুদ প্রমুখ।  

শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ