সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা শহরের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখান আগ থেকেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবেও জানান ওসি মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট এনইউ পাইলট মডেল হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন স্থগিতাদেশ পেয়ে রোববার (২৮ জানুয়ারি) বিক্ষোভ সমাবেশ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিক্ষোভকালে বিক্ষোভকারীদের হাতে লাঞ্ছিত হন ওই স্কুলের শিক্ষক হাসান খসরু উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের ভাগ্নে।
এ ঘটনার প্রতিবাদ জানাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের নেতৃত্বে তার বাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধুনট শহর হয়ে কলাপট্টি এলাকায় জমায়েত হয়। সেখানে জমায়েত নেতাকর্মীদের উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বক্তব্য দিতে থাকেন।
ঠিক সেই মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে অপর পক্ষের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে সমাবেশে হামলা করে। প্রায় আধা ঘণ্টার মতো উভয়ক্ষের মধ্যে সংঘর্ষে চলে। এ সময় ইট-পাটকেল ও মারপিটের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড ও আব্দুল আজিজ আহত হন। এছাড়াও সংঘর্ষে শামীম হোসেন (৪৬), হাসান খসরু (৩০), সজল হোসেন (২৫), মিলন রহমান (৩৬) ও লিটন মাহমুদ (২৫) আহত হন বলে জানা যায়। ঘটনার পর থেকে শহর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক বাংলানিউজকে বলেন, গত ২৬ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে দলের একটি পক্ষের লোকজন তার প্রাইভেটকার ভাংচুরের চেষ্টা করে। পরবর্তীতে তারাই নুরুন্নবীর ভাগ্নে হাসান খসরুকে লাঞ্ছিত করে।
এ সব ঘটনার প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছিলো। সেই কর্মসূচিতেও দলের সেই অংশটির লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমবিএইচ/জিপি