ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ মাহবুব উল আলম হানিফ এমপি

কুষ্টিয়া: নির্বাচন কমিশনের বক্তব্য যুক্তিসঙ্গত মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ সব সময়ই চায় সকল দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের নির্বাচন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন কমিশন বলেছে, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হলেই সকলের কাছে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে সুন্দর পরিবেশ তৈরি হবে।

বিএনপি একটি নষ্ট ও পচা রাজনৈতিক দল মন্তব্য করে তিনি আরো বলেন, কোনো আইন বা বিচার বিএনপির বিপক্ষে গেলেই তারা সেটা নিয়ে প্রশ্ন তুলে। তাদের অন্যায়ের বিচার করতে গেলেই তারা মিথ্যাচার শুরু করে।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ