শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের ওয়ারলেস মোড়ে ‘লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ’ সড়ক পুনঃসংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের কাজ সরকারের উন্নয়নের রোল মডেলেরই একটি অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।
এ প্রকল্পে ১০৬ কোটি টাকা ব্যয়ে ‘লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ’ সড়কের খাজুরিয়া থেকে রায়পুর বর্ডার পর্যন্ত ৫৮.১৮০ কিলোমিটার ও ওয়ারলেস মোড় থেকে ইলশা মোড় পর্যন্ত ১.৭০ কিলোমিটার কাজ করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর চাঁদপুর সড়ক বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনটি