ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মে ৩, ২০১৮
বিএনপি দেশের উন্নয়ন ব্যাহত করতে চায় বক্তব্য রাখছেন আব্দুর রাজ্জাক।

জামালপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়। বিএনপি এখনও সন্ত্রাসকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে জামালপুর আশেক মাহামুদ কলেজ মাঠে আয়োজিত জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রতিটি আওয়ামী লীগের কর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ছাড়াও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, মাহজাবিন খালেদ বেবী এমপি, মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ