ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

হত্যা নয়, হতাশাগ্রস্ত হয়ে ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ৩১, ২০১৮
হত্যা নয়, হতাশাগ্রস্ত হয়ে ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেন পুলিশ সুপার এসএম মেহেদী হাসান

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাকে হত্যা করা হয়নি। তিনি নিজেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও নাজমুলের বাবা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, সদ্য বিবাহিত স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হতাশাগ্রস্ত হয়ে নাজমুল আত্মহত্যা করেন। তবে কী কারণে নাজমুল হতাশ ছিলেন তা জানা যায়নি।

নাজমুলেরর পরিবারের সদস্যরা

সংবাদ সম্মেলনে নাজমুলের মা নাজমা খাতুন বলেন, গুলির শব্দ পেয়ে ঘরে গিয়ে দেখি নাজমুল গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। ভয়ে দ্রুত অস্ত্রটি তুলে নিয়ে পাশের বাড়িতে লুকিয়ে রাখি। তখন নববধূ উর্মি খাতুন নাজমুলের পাশে কাঁদছিলেন।

মঙ্গলবার (২৯ মে) রাত আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় নিজ ঘরের মেঝে থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।

**কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ