ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বাংলার মাটিতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বাংলার মাটিতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভা। ছবি: টিপু সুলতান

ঈশ্বরদী, পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বাংলার মাটিতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। 

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি, আগামী একাদশ সংসদ নির্বাচনের পর সে যাত্রা আরো মজবুত হবে।

ভোটের অধিকার ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। অসাংবিধানিকভাবে আর কেউ যাতে ক্ষমতা নিতে না পারে সেজন্য শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন হবে।

এসময় মন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স, শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, নূরুজ্জামান বিশ্বাস, সাইদুল হক চুন্নু, শহীদুল্লাহ, জাহাঙ্গীর কবীর রানা, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ