ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনের আগে আর ঈদ নাই, বিএনপিকে কাদের

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
নির্বাচনের আগে আর ঈদ নাই, বিএনপিকে কাদের

সার্কিট হাউজ মাঠ (ময়মনসিংহ) থেকে: বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন কই? এক ঈদ গেলে বলে আরেক ঈদের পর আন্দোলন। কিন্তু নির্বাচনের আগে তো আর ঈদ নাই।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার আগে সরকারপ্রধান মঞ্চের পাশে ১৯৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন কই? মরা গাঙে জোয়ার আসে? আসে না! তারা রোজার ঈদ এলে বলে কোরবানির ঈদের পর আন্দোলন, কোরবানির ঈদ এলে বলে রোজার ঈদের পর আন্দোলন। এভাবে চলতে চলতে ১০ বছরে ২০ ঈদ গেলো। কিন্তু বিএনপির আন্দোলন আর আসে না। নির্বাচনের আগে তো আর ঈদ নাই।

বিএনপি ও গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সদ্য-অনুষ্ঠিত সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই বিএনপি-জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। খুনিদের বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। এই বিএনপি ২১ আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছিল। যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করে, তাদের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের কোনো কথাই ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী তার উদারতা দেখিয়ে সংলাপে বসেছেন। এটা তার উদারতার প্রকাশ।

‘আমরা কারও কাছে নতি স্বীকার করিনি, কারও চাপের মুখেও সংলাপে বসিনি’- উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমইউএম/এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ