ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ফেনী: দেশকে এগিয়ে নিতে এবং শেখ হাসিনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। 

রোববার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ফেনীতে যুব সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ফেনী জেলা যুবলীগ।

যুব সভাবেশে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।  

বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

আওয়ামী যুবলীগ ফেনী জেলা শাখার সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ