ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগ

ঢাকা: প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের সভায় বসেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্র বলছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করতেই এ সভায় বসেছে দলটির সংসদীয় বোর্ড।  

বৃহস্পতিবার থেকে এ প্রক্রিয়া শুরু করা হলো।

এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে সংসদীয় বোর্ডের সভা। এসব সভায় পর্যায়ক্রমে আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

এবারের  নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা প্রতীকে’ ভোটে দাঁড়াতে দলীয়  মনোনয়ন ফরম কিনেছেন ৪ হাজার ২৩ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ