ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বাদের খাতায় যারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
বাদের খাতায় যারা জাহাঙ্গীর কবির নানক, রেজাউল করিম হীরা ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ, সেক্ষেত্রে বাদের খাতায় নাম পড়ে গেছে অনেক হেভিওয়েটেরও।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

মনোনয়নপত্র নিলেও যারা চিঠি পাননি তাদের মধ্যে নাম আছে, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পিরোজপুর-১ আসনে সংসদ সদস্য একেএমএ আউয়াল (সাইদুর রহমান)।  

চার আসনে যথাক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে সাদেক খান, ইঞ্জিনিয়ার মোজাফফর ও ড. আবদুস সোবহান গোলাপ এবং শ ম রেজাউল করিমকে।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসকে/এসএম/আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ