ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সৈয়দ আশরাফের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
সৈয়দ আশরাফের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন স্বজনরা সৈয়দ আশরাফের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বজনরা। ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার তিন ভাইবোন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে তারা মনোনয়নপত্র তুলে দেন।  

এসময় সৈয়দ আশরাফের ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইসলাম, ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ পরিবারের লোকজন, মনোয়নয়পত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

এসময় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সৈয়দ আশরাফ সুস্থ ও ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।  
  
সৈয়দ আশরাফ ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ