ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মুখস্থ দাবি না করে পছন্দের তালিকা ইসিতে দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মুখস্থ  দাবি না করে পছন্দের তালিকা ইসিতে দিন ওবায়দুল কাদের ও মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা

ঢাকা: প্রশাসনে রদবদল চেয়ে নির্বাচন কমিশনে মুখস্থ দাবি না করে বিএনপিকে ইসির কাছে পছন্দ অনুযায়ী কর্মকর্তাদের তালিকা দিতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (০১ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি সাহিত্যিক, সাংবাদিক ও অভিনয় শিল্পিদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব বলেন।

কাদের বলেন, এখন প্রশাসন ইসির অধীনে।

তাই তারা ইসির কাছে পছন্দসই তালিকা দিচ্ছে।

প্রশাসনে রদবল ছাড়া লেভেল প্লেয়েং ফিল্ড তৈরি হবে না- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রশাসনে রদবদল করে কাদের আনতে চান বলুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, প্রশাসনে রদবদল করে কাদের আনতে চান বলুন। নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠান, কাদের প্রশাসনে আনতে চান। এমনি মুখে মুখে বললে তো আর হবে না।

ড. কামাল হোসেন ভোটকেন্দ্র পাহারার যে আহ্বান জানিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোটকেন্দ্র পাহারার নামে কেউ যদি সহিংসতা করতে যায়, তবে তা আমরা নয় জনগণই প্রতিহত করবে।

ঐক্যফ্রন্ট সম্পর্কে কাদের বলেন, আমরা ভয় পাচ্ছি, তাদের অভ্যন্তরীণ সমস্যা নির্বাচনের জন্য খারাপ না হয়ে যায়। কারণ তাদের কোনো মাথা নেই। আমাদের শঙ্কা হচ্ছে ঐক্যফ্রন্ট নিজেরাই তাদের অভন্ত্যরীণ কোন্দলের কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে।

তিনি বলেন, মাথা কাটা ঐক্যফ্রন্ট করেছে। ফ্রন্টের প্রধান নেতা কে? তা অাবারও জানতে চাই।

মির্জা ফখরুল নেতাকর্মীদের গণগ্রেফতার যে অভিযোগ করেছেন তার জবাবে কাদের বলেন, পল্টনে যারা সহিংসতা করেছে তাদের তো শাস্তি পেতেই হবে। তারা আমাদের তালিকা দিক, বিনা অপরাধে বা কেবল রাজনৈতিক কারণে তাদের কোন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কাদের বলেন, এবার ভালো একটা নির্বাচন হবে; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট-টুগেদার। অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন ব্যক্তিদের নিয়ে এখানে মত বিনিময় হবে।

আগামী নির্বাচনে তারা কোন সাহায্য করবেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো সহযোগিতা চাইবোই। আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী আগামী নির্বাচনে সবার সহযোগিতা চাইবো।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ