ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা ছাড়া কারো ভোট চাওয়ার অধিকার নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
শেখ হাসিনা ছাড়া কারো ভোট চাওয়ার অধিকার নেই বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত ১০ বছর ধরে এ দেশের উন্নয়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তারই আছে, অন্য কারো নেই।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর কলেজ মাঠে উপজেলা বণিক সমিতি আয়োজিত এক নির্বাচনী তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় মানেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়, জনগণের বিজয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পোরজোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, গণআজাদীলীগ সভাপতি এসকে শিকদার, জাপা (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদ নেতা রেজাউর রশিদ খান, হাসিবুর রহমান স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ।

এর আগে, মন্ত্রী জামিরতা কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসম্বের ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ