ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির ঘোষিত ইশতেহার মূল্যহীন: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
বিএনপির ঘোষিত ইশতেহার মূল্যহীন: হানিফ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহাবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার মূল্যহীন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, এটা জনগণের সঙ্গে ধোকাবাজী ছাড়া কিছুই না। ইশতেহার জনগণের কল্যাণে কিছু নেই। এগুলো সবই ধোঁকাবাজি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

হানিফ বলেন, ‘যে দলটির নেতা দেশে বিদেশে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত।

জনগণ সে দলের কাছ থেকে জনকল্যাণমূলক কোনো কিছু আশা করে না। এগুলো সবই ধোঁকাবাজি। ’

তিনি আরও বলেন ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের যে ক্ষমতা দেওয়া আছে সাংবাদিকরা তা প্রয়োগ করবে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে, সেনাবাহিনী আসবে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ’

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ