ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কাফরুলে আওয়ামী লীগ অফিসে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
কাফরুলে আওয়ামী লীগ অফিসে হামলার অভিযোগ অফিসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে

ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন (ঢাকা-১৫) ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা অতর্কিতভাবে এ হামলা চালায়।

স্থানীয়রা জানান, ঢাকা-১৫ আসনের ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে রাত ৯টার দিকে প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা।

এ সময় অতর্কিতভাবে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে নেতাকর্মীরা সরে গেলে বেশ কয়েকজন অফিসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জানান, আওয়ামী কার্যালয়ের সামনে প্রচার-প্রচারণার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে একই আসনের মিরপুরে মোল্লাপাড়ায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাৎক্ষণিকভাবে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। অপরদিকে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ