ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জাহিদ ফারুকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জাহিদ ফারুকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ কাশীপুর ইউনিয়নে জাহিদ ফারুক শামীমের নির্বাচনী ক্যাম্প, ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশাল-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় জানায়, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আবেদ আলী শাহ মাজার সংলগ্ন এলাকায় জাহিদ ফারুক শামীমের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে অফিসের বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ