ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

দেশে শান্তি প্রতিষ্ঠায় যা দরকার আ’লীগ তাই করবে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
দেশে শান্তি প্রতিষ্ঠায় যা দরকার আ’লীগ তাই করবে

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রসংশা পেয়েছে। ভোট বিপ্লবের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জনগণ ঐতিহাসিক রায় দিয়েছে। এ থেকে শিক্ষা নিয়ে উন্নত দেশ গড়ার কাজে আওয়ামী লীগ এগিয়ে যাবে।

মঙ্গলবার (০১ জানুয়ারি) ধনবাড়ী উপজেলার মুশুদ্দি খন্দকারপাড়া নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

বরং দেশে শান্তি প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার  আওয়ামী লীগ তাই করবে।  

এসময় তিনি ঐক্যফ্রন্টকে জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানান।

এ সময় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের নব-নির্বাচিত এমপি তানভির হাসান ছোট মণি, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ডা. মুরাদ হাসান, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ