ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর কোয়ারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে  বলেন, একটি মামলায় পীযূষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নগরীতে একটি ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, নারী নির্যাতন ও অস্ত্র আইনে মোট ১০টি এবং জালালবাদ থানায় মারামারির ঘটনায় আরও একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ